॥মোখলেছুর রহমান॥ ‘সুস্থ দেহ সুন্দর মন-আমাদের সবার এক মন, সুস্থ থাকার একটি উপায় হাঁটা আর ব্যায়াম সবাই কয়’-এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ‘ভোরের সাথী’ নামের একটি সংগঠনের উদ্যোগে সকালে হাঁটা ও শারীরিক ব্যায়ামের প্রশংসনীয় কার্যক্রম চলছে।
গত ৩০শে জুলাই ভোর ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কালুখালী রেল স্টেশন চত্ত্বরে বিভিন্ন এলাকার মানুষদের নিয়ে এই কার্যক্রম চলছে।
‘ভোরের সাথী’ সংগঠনের প্রধান উপদেষ্টা কালুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর সার্বিক সহযোগিতায় এবং কালুখালীর প্রগতি থিয়েটারের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি পল্লী চিকিৎসক গোপাল সিকদারের পরিচালনায় নিয়মিত এই হাঁটা ও ব্যায়ামের কার্যক্রম চলছে। এ সময় পাওয়া যায় সেখানে পাওয়া যায় ভোরের সাথী সংগঠনের সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী অজয় কুমার দত্ত, সংগঠনের উপদেষ্টা ঝাউগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ বজলুল রশিদ, কালুখালী উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, বিল্লাত আলী মাতব্বর, রেল স্টেশন জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম ছরোয়ার, ডাঃ আব্দুর রহিম, মোনায়েম খান, প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাহা, এম. আরিফুর রহিম, সানারুদ্দিন মোল্লা, নাঈম, গৌতম বাবু, রিয়াজুল ইসলাম, নুরুল ইসলাম টোকন, শহীদুল ইসলাম, জুবায়েদ হোসেন ফিরোজ, কুন্নু বিডিয়ার, আব্দুল আজিজ, মোফাজ্জেল হোসেন, মহসীন সিকদার, আমজাদ হোসেন, রনজু মন্ডল, আশিক প্রামানিক, আঃ রশিদ, ইউসুফ হোসেন, নার্সারীর শিক্ষার্থী মোনতাসির রহমান মাহির বিভিন্ন বয়সী ও শ্রেণী-পেশার প্রায় ৫০জনকে। তারা জানান, নিয়মিত তারা এই হাঁটা ও শারীরিক ব্যায়াম করে থাকেন।