॥মীর সৌরভ॥ সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর অফিসের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানী বন্ধের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাংবাদিকরা।
গত ৮ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন জেলার কর্মরত সাংবাদিকরা।
সময় টিভির স্টাফ রিপোর্টার করিম ইছাকের সভাপতিত্বে ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দনের সঞ্চালনায় মানববন্ধনে এটিএন বাংলার রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী, প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ, চ্যানেল ২৪ টিভির স্টাফ রিপোর্টার সুমন বিশ্বাস ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আজু শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলা নিউজ২৪.কমের প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস, সময় টিভির জেলা প্রতিনিধি ফকীর আশিকুর রহমান, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।