শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ী জেলায় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় যুবলীগের কমিটি গোয়ালন্দে মহাসড়কের পাশে বন বিভাগের ৫৪১টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজবাড়ী থিয়েটারের আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু রাজবাড়ী কালেক্টরেটের পক্ষ থেকে এডিসি মাহাবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এডিসিকে বিদায় সংবর্ধনা পাংশায় অস্ত্র মামলায় গ্রেফতারকৃত কৃষক লীগ নেতা হেনা মুন্সী শ্রীঘরে পাংশায় নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় র‌্যালী ও আলোচনা সভা পাংশায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সোয়া তিন ঘন্টা ফেরী চলাচল বন্ধ

করোনার ভ্যাকসিন নিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৩.৩৩ এএম
  • ৩৬৪ বার পঠিত

॥স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা গতকাল ২৪শে ফেব্রুয়ারী কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

এদিকে দেশে গতকাল বুধবার পর্যন্ত ২৬ লক্ষাধিক মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ নিয়েছেন। এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন।

এদের মধ্যে ১৭ লাখ ৪৬ হাজার ১৩২ জন পুরুষ এবং ৯ হাজার ২৬ হাজার ৯০৬ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৮১ হাজার ৯৮৫ জন করোনা টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৯৯ জন এবং নারী ৬৯ হাজার ৮৮৬ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ৮১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ৬৩ হাজার ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ১৯ হাজার ৩৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৯৭ হাজার ২২৭ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৯৯ হাজার ৭৬২ জন, রংপুর বিভাগে ২ লাখ ৪৬ হাজার ৭৬২ জন, খুলনা বিভাগে ৩ লাখ ২২ হাজার ২৯১ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২৯ হাজার ৫ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৭৬ হাজার ৮৪৮ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭শে জানুয়ারী করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ই ফেব্রুয়ারী থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved  2019 Rajbarisangbad
Theme Developed BY ThemesBazar.Com