॥স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা গতকাল ২৪শে ফেব্রুয়ারী কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
এদিকে দেশে গতকাল বুধবার পর্যন্ত ২৬ লক্ষাধিক মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ নিয়েছেন। এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন।
এদের মধ্যে ১৭ লাখ ৪৬ হাজার ১৩২ জন পুরুষ এবং ৯ হাজার ২৬ হাজার ৯০৬ জন নারী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৮১ হাজার ৯৮৫ জন করোনা টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৯৯ জন এবং নারী ৬৯ হাজার ৮৮৬ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৭ লাখ ৮১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ৬৩ হাজার ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ১৯ হাজার ৩৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৯৭ হাজার ২২৭ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৯৯ হাজার ৭৬২ জন, রংপুর বিভাগে ২ লাখ ৪৬ হাজার ৭৬২ জন, খুলনা বিভাগে ৩ লাখ ২২ হাজার ২৯১ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২৯ হাজার ৫ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৭৬ হাজার ৮৪৮ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭শে জানুয়ারী করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ই ফেব্রুয়ারী থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।