॥স্টাফ রিপোর্টার॥ মুজিব জন্ম শতবর্ষ বার্ষিকী ও স্বাধীনতার ৫০বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরে আয়োজিত সাহিত্য উৎসবে ‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফকীর আবদুর রশীদ।
ফরিদপুর বর্ণমালা সাহিত্য পরিষদের উদ্যোগে গত ১৮ ও ১৯শে ফেব্রুয়ারী ২দিনব্যাপী পিটিআই’র মিলনায়তনে এই সাহিত্য উৎসবের আয়োজন করা হয়।
গুণীজন সম্মাননা ছাড়াও অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বইয়ের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজবাড়ীসহ বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোর কবি, লেখক, সাহিত্যিকরা উৎসবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গুণীজন সম্মাননা প্রাপ্ত প্রফেসর ড. ফকীর আব্দুর রশীদ রাজবাড়ীর খ্যাতিমান একজন কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক ও গবেষক। সুফী তত্ত্বের উপরে পিএইচডি করা বিশিষ্ট এই শিক্ষাবিদের এ পর্যন্ত ১৪টি বই প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে তিনি রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।