॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২০ উদযাপনের লক্ষ্যে গতকাল ১৪ই অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা থানার এসআই ননী গোপাল সরকার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, রাজবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম আক্তার হোসেন, পাংশার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী রিয়াদ হোসেন, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, মৌরাট ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিক, আনসার ও ভিডিপি কর্মকর্তা সৈয়দা সাহানা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রয়েল আহমেদ, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ সরকার, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার সাহা প্রমূখ বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা মেনে পূজা মন্ডপে পূজা পালনসহ শারদীয় দুর্গোৎসব উদযাপনের গুরুত্বারোপ করেন বক্তারা।
ইউএনও বিপুল চন্দ্র দাস শারদীয় দুর্গাপূজা-২০২০ উদযাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পাঠ করে শোনান।
অনুষ্ঠানে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ২১শে অক্টোবর পঞ্চমী, ২২শে অক্টোবর মহাষষ্ঠী, ২৩শে অক্টোবর মহাসপ্তমী, ২৪শে অক্টোবর মহাঅষ্টমী, ২৫শে অক্টোবর নবমী ও ২৬শে অক্টোবর বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হবে।