॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় একদিনে আরো ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৭৮ জনে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ১০ই সেপ্টেম্বর জেলার আরো ৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ২১জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ই সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ১১ জন রাজবাড়ী সদর, ৯জন পাংশা ও ১জন কালুখালী উপজেলার।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৪ জন মারা গেছেন এবং ২হাজার ১১১জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া ১৮ জন হাসপাতালে ভর্তি এবং ৭১৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গতকাল ১০ই সেপ্টেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে(ফলোআপ ৩জনসহ) তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ফিরোজা সুলতান রশিদ(৭৪), রশিদ আল মারুফ(৪৪), মারিয়া রশিদ ত্রোপা(১৩), সুমনা(২৫), উষ্ণকর(২৯), বিজয় শংকর কর(৬৩), আলামিন(২২), শরীফ(৩৪), হালিমা বেগম(৬৫), আহসানুর রহমান(৩৫), আমেনা(৪৫), আন্না(২৬), পাংশা উপজেলার নারায়নপুরের গোবিন্দ কুন্ডু(৫০), নজরুল ইসলাম(৩৫), জান্নাতুল ফেরদৌস(২২), আমিরুল(২২), ফাতেমা(২২), আশিক(২৫), আফরোজা পারভীন(৪০), হারুন অর রশিদ(৫০), কুলছুম নাহার(৩৯), মোঃ আশরাফ হোসেন(৩১), কালুখালী উপজেলার সোলায়মান(২৫), আকলিমা খাতুন(৪০)।