॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালীর উপজেলার ২শ জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ই জুলাই সকালে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন চন্দ্র শীল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আদিবাসীর সমিতির সভাপতি কাঞ্চন সরকার, রতনদিয়া আদিবাসী সমিতির সভাপতি রামপ্রসাদ সরকার ও বোয়ালিয়া আদিবাসী সমিতির সভাপতি কুমারেশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্টীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)’ শীর্র্ষক কর্মসূচীর আওতায় প্রাপ্ত বরাদ্দ থেকে ১ম থেকে ৫ম শ্রেণীর ১শ’ জন শিক্ষার্থীর মধ্যে ১টি করে গ্লোব, ১টি পেন্সিল বক্স, ১টি ওয়াটার পট, ২টি করে লাইফবয় হ্যান্ডওয়াশ ও ১টি করে রেইন কোট এবং ৬ষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ১শ’ জন শিক্ষার্থীর মধ্যে ৬টি করে খাতা, ৬টি করে কলম, ৩ বক্স পিনসহ ১টি স্টাপ্লার ও ১টি করে মার্কার বিতরণ করা হয়।