॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত ২৩শে জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। করোনা সংকট পরিস্থিতির কারণে এবারের রথযাত্রা উৎসবের আয়োজন সংক্ষিপ্ত করা হয়।
জানা যায়, গত মঙ্গলবার ৫মবারের মত রথযাত্রা উৎসবে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী পাংশা আদি মহাশ্মশানে পূঁজা, যজ্ঞ ও কীর্তনসহ নানা কর্মসূচী পালন করা হয়।
পাংশা উপজেলা রথযাত্রা উৎসব কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, এডঃ ভজ গোবিন্দ দে, অনিল কুমার বিশ্বাস, সঞ্জীব কুমার কুন্ডু, অসিত কুমার কুন্ডু, নির্মল কুমার কুন্ডু, চন্ডী চরণ ঘোষ, গৌতম বসাক, মহনলাল আগরওয়ালা ও সুকদেব অধিকারীসহ সনাতন ধর্মীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পুরহিত পাঁচু গোপাল ভট্টাচার্য, অনিমেষ চক্রবর্তী ও মনোরঞ্জন চক্রবর্তী পূঁজাঅর্চনা পরিচালনা করেন। দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় রথযাত্রা উৎসবের কর্মসূচী শেষ হয়।