॥সোহেল মিয়া॥ জরুরী সেবার ৯৯৯-এর ফোন পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ কর্তৃক বহরপুর রেল স্টেশনের প্লাটফর্ম থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা সত্তরোর্ধ ভারসাম্যহীম বৃদ্ধার ঠাঁই হলো সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ফরিদপুরের শান্তি নিবাসে।
বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার জানান, নিজের নাম-ঠিকানা বলতে না পারা অসহায় ভারসাম্যহীন বৃদ্ধাকে আমি ফরিদপুরের শান্তি নিবাসে পাঠিয়েছি। কারণ ওই বৃদ্ধা যেভাবে বাইরে যেখানে-সেখানে চলে যাচ্ছিল তাতে সে নিরাপদ ছিল না। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারতো। তার জীবন ঝুঁকিপূর্ণ ছিল। গত ৩রা ডিসেম্বর দুপুর ২টার দিকে আমি ওই বৃদ্ধার খোঁজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি সে নাই। সেখানকার দায়িত্বরত চিকিৎসক-নার্সরাও তার সন্ধান দিতে পারেনি। তখন আমি তাকে খুঁজতে খুঁজতে বাইরের একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখি। তখনই আমি তাকে সেখান থেকে তুলে এনে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে একজন অফিস স্টাফকে দিয়ে ফরিদপুরের শান্তি নিবাসে পাঠিয়ে দেই। এখন ওই বৃদ্ধা সেখানে নিরাপদে রয়েছে।
ফরিদপুরে অবস্থিত শান্তি নিবাসের দায়িত্বরত উপ-তত্ত্বাবধায়ক রোমেনা আক্তার বলেন, এখন ওই বৃদ্ধা শান্তি নিবাসে রয়েছেন। তিনি এখন ভালো আছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার খাওয়া, পোশাক, চিকিৎসা সব কিছুই শান্তি নিবাসের পক্ষ থেকে করা হবে।