॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন গতকাল ১৪ই অক্টোবর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ৩জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সঞ্জয় কুমার হালদার(ফুটবল) প্রতীকে ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিয়াজুল ইসলাম(মোরগ) প্রতীকে ৫৪০ ভোট পেয়েছেন। দু’জনের প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ১৩টি। অপর প্রার্থী খোকন শেখ তালা প্রতীকে পেয়েছেন ৩৭৯ ভোট।
রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের একমাত্র ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২হাজার ২৯৭ জন ভোটারের মধ্যে ১হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার প্রায় ৬৫ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে ২৪টি ভোট বাতিল হয়।
উল্লেখ্য, রতনদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু। বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বতা করেন।