॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই অক্টোবর সকালে জেলা প্রশাসক দিলসাদ বেগম তার কার্যালয়ের সম্মেলন কক্ষে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল এবং দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুল ইসলামের শপথবাক্য পাঠ করান।
অপরদিকে বিকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু উপজেলা পরিষদ মিলনায়তনে দুই ইউনিয়নের নবনির্বাচিত ২৪জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে শপথবাক্য পাঠ করান। এ সময় নির্বাচনের রিটার্নিং অফিসার ও গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, নতুন-পুরাতন সবাই মিলে সম্মিলিতভাবে এলাকার জনগণের জন্য কাজ করতে হবে। বর্তমানে দেবগ্রাম-দৌলতদিয়া দুই ইউনিয়নেই নদী ভাঙন চলছে। সম্মিলিতভাবে এই ভাঙন রোধে কাজ করতে হবে।
উল্লেখ্য, নদী ভাঙ্গনজনিত সদস্যার কারণে নির্ধারিত সময়ের প্রায় আড়াই বছর পর গত ১৬ই সেপ্টেম্বর দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রায় ১৫দিন পর গেজেট প্রকাশিত হলে গতকাল বৃহস্পতিবার নবনির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।