॥মইনুল হক মৃধা॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।
গতকাল ১০ই অক্টোবর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষমেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোঃ মোহায়মেন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমরা এখন দেশীয় ফলের সাথে বিদেশী ফলের দিক থেকেও স্বয়ংসম্পূর্ণ। কারণ দেশী নানা প্রজাতির ফলের পাশাপাশি এখন দেশে মাল্টা, কমলা, আঙ্গুর, খেজুর এসব ফলেরও বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। কৃষকদের জন্য কৃষি বিভাগকে আরো আন্তরিক হতে হবে। তাহলে আমাদের দেশটা সবুজের পাশাপাশি ফুল ও ফলে ভরে যাবে। এ জন্য তিনি সবাইকে বেশী করে গাছ লাগানোর আহ্বান জানান।