॥স্টাফ রিপোর্টার॥ র্যাবের অভিযানে ফরিদপুরের মধুখালী থেকে বিপুল পরিমাণ মাদক ও প্রাইভেট কারসহ ২ জন গ্রেফতার হয়েছে।
গতকাল ৭ই অক্টোবর দুপুর আড়াইটার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল মধুখালীর কামারখালী ব্রীজের টোলপ্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৮১৫ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নোড়ার চক গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে মনিরুল ইসলাম গাজী ওরফে রিপন (২৮) এবং খালিসাখালী গ্রামের রুস্তম সরদারের ছেলে আল আমিন সরদার (২৩)। উদ্ধারকৃত মাদক ও প্রাইভেট কারসহ র্যাব তাদেরকে মধুখালী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ গ্রেফতারকৃত প্রাইভেট কারযোগে সীমান্ত এলাকা থেকে মাদক এসে ফরিদপুর ও আশাপাশের মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।