॥শিহাবুর রহমান॥ কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় এবং নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে রাজবাড়ীতে স্যানেটারী টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচীর আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০শে জুলাই সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাজবাড়ী শহরের বিনোদপুরে কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজুর রহমান, জেলা শিক্ষা অফিসার সামসুন্নাহার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস বক্তব্য রাখেন।
পরে বিদ্যালয়ের দুইশত ছাত্রীর মাঝে বিনামূল্যে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়।