॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাতে ঈদের সময় এক সাথে বেশী মানুষ জমায়েত হলে গুণতে হবে মোটা অংকের জরিমানা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশটির পুলিশ বাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
পুলিশের জারীকৃত সতর্কতামূলক নির্দেশনায় বলা হয়েছে, সরকারী বিধিমালা ভঙ্গ করে ঈদের সময় বড় আকারের কোন জমায়েত করা হলে আয়োজকদের ১০ হাজার দিরহাম (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা) এবং অংশগ্রহণকারীদের ৫ হাজার দিরহাম করে জরিমানা করা হবে। এছাড়া পুলিশের নির্দেশনায় করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে পারিবারিক সমাবেশও না করার আহ্বান জানানোর পাশাপাশি নির্দেশনা লঙ্ঘনের খবর জানিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্যও জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।