মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ী জেলায় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় যুবলীগের কমিটি গোয়ালন্দে মহাসড়কের পাশে বন বিভাগের ৫৪১টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা রাজবাড়ীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজবাড়ী থিয়েটারের আয়োজনে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু রাজবাড়ী কালেক্টরেটের পক্ষ থেকে এডিসি মাহাবুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এডিসিকে বিদায় সংবর্ধনা পাংশায় অস্ত্র মামলায় গ্রেফতারকৃত কৃষক লীগ নেতা হেনা মুন্সী শ্রীঘরে পাংশায় নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় র‌্যালী ও আলোচনা সভা পাংশায় ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সোয়া তিন ঘন্টা ফেরী চলাচল বন্ধ

যারা আয়কর ফাঁকি দিচ্ছেন তাদের ব্যাপারে আমাদের নিকট তথ্য দিন— কর কমিশনার এম এম ফজলুল হক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ১.০০ এএম
  • ৫৩১ বার পঠিত

॥মাহবুব হোসেন পিয়াল॥ আয়কর দাতাগণ দেশের সম্মানিত নাগরিক উল্লেখ করে কর কমিশনার এম এম ফজলুল হক বলেছেন, আয়করের টাকা সরকারকে নয় বরং রাষ্ট্রকে প্রদান করা হয়। যারা আয়কর ফাঁকি দিচ্ছেন তাদের ব্যাপারে আমাদের নিকট তথ্য দিন। আমরা যেনো নিজেদের আয়করের টাকাতেই নিজেদের উন্নয়ন সম্পন্ন করতে পারি সেজন্য যারাই করের আওতায় আসার উপযোগী তাদের প্রত্যেককেই স্ব-স্ব উদ্যোগে তাঁর আয়কর প্রদান করা উচিত।

গতকাল বুধবার বিকেলে কর অঞ্চল-৩ এর উদ্যোগে আয়কর রাজস্ব বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তাগণ একথা বলেন। ফরিদপুর শহরের গোয়ালচামটে হোটেল র‌্যাফেলন ইন এর হল রুমে আয়োজিত এ সভায় করনেট বৃদ্ধি, রিটার্ন দাখিল, উৎসে কর কর্তনসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়।

অতিরিক্ত কর কমিশনার মোঃ শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার গণেশ চন্দ্র মন্ডল ও নাশিদ রিজওয়ানা মুনির, উপ কর কমিশনার মোঃ আহসান উল্লাহ রাসেল, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর ও ফরিদপুর জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি রবীন্দ্রনাথ সাহা প্রমুখ।

সভায় আয়কর রিটার্ন সংক্রান্ত উপস্থাপনা করেন যুগ্ম-কর কমিশনার মর্তূজা শরিফুল ইসলাম ও আয়কর রিটার্ন বিষয়ে উপস্থাপনা করেন যুগ্ম-কর কমিশনার ড. হরিপদ সরকার। স্বাগত বক্তব্য দেন ফরিদপুর জেলার ডেপুটি কমিশনার অব ট্যাকসেস এর দ্বায়িত্বরত অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, এরআগে গতকাল বুধবার কর কমিশনার এম এম ফজলুল হক রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে রিটার্ন দাখিল, উৎসে কর কর্তনসহ প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved  2019 Rajbarisangbad
Theme Developed BY ThemesBazar.Com